• আবু মোঃ মোস্তফা কামাল
  • সাতক্ষীরা জেলার সদর  উপজেলার সীমান্তবর্তী এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠির শিক্ষার মান উন্নয়নের লক্ষে ৩নং বৈকারী  ইউনিয়নের তৎকালীন বিশিষ্ঠসমাজসেবক বিদ্যালয়টির  প্রতিষ্ঠাতা মো: আঃ খালেক ঢালী ও তার সহিত অক্লান্ত পরিশ্রম,অর্থ, জমি  আর মেধা দিয়ে সহযোগীতা করেন মাষ্টার রুহুল অমিন, মইউদ্দীন মোল‌্যা, আঃ করিম, মোস্তফা কামাল, মহাসিন কবীর প্রমুখ।   অত্র “বৈকারী” ইউনিয়নের  নামে নামাংকিত “বৈকারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়টি” উপজেলার ৩নং বৈকারী ইউনিয়নের বৈকারী নামক স্থানে ০১/০১/১৯৯৭ ইং খ্রিঃ প্রতিষ্ঠিত হয়।  

    প্রতিষ্ঠাকাল থেকে অদ্যবধি বিদ্যালয়টি একাডেমিক ক্ষেত্রে ঈর্ষনীয় সাফল্যের পাশাপাশি সহ শিক্ষায়ও অগ্রনী ভূমিকা পালন করে চলেছে |  

    বিদ্যালয়টির বর্তমান ছাত্র ছাত্রীর সংখ্যা ৩৯৬  জন |  নানা সীমাবদ্ধতার মাঝেও সকল শিক্ষক-কর্মচারী এবং ম‌্যানেজিং কমিটির সম্মানিত সদস্যসহ এলাকাবাসীর একান্ত সহযোগিতার ফসল বৈকারী বাসীর গৌরব “বৈকারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়’ এর উত্তোরোত্তর সমৃদ্ধির জন্য আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি|

    ( আবু মোঃ মোস্তফা কামাল )
      সভাপতি
     বৈকারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়

     

    • সভাপতির বাণী
  • আবু মোঃ মোস্তফা কামাল
    বিস্তারিত
    • প্রধান শিক্ষকের বাণী
  • মোঃ মিজানুর রহমান
    বিস্তারিত
    • অফিসিয়াল ফেইসবুক
    • ভিডিও
    • এডমিন লগইন
    All Right Reserved @ 2023. Design & Developed by MR Technology