- প্রতিষ্ঠান সম্পর্কে
সাতক্ষীরা জেলার সদর উপজেলার সীমান্তবর্তী এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠির শিক্ষার মান উন্নয়নের লক্ষে ৩নং বৈকারী ইউনিয়নের তৎকালীন বিশিষ্ঠসমাজসেবক বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা মো: আঃ খালেক ঢালী ও তার সহিত অক্লান্ত পরিশ্রম,অর্থ, জমি আর মেধা দিয়ে সহযোগীতা করেন মাষ্টার রুহুল আমিন, মইউদ্দীন মোল্যা, আঃ করিম, মোস্তফা কামাল, মহাসিন কবীর প্রমুখ। অত্র “বৈকারী” ইউনিয়নের নামে নামাংকিত “বৈকারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়টি” উপজেলার ৩ নং বৈকারী ইউনিয়নের বৈকারী নামক স্থানে ০১/০১/১৯৯৭ ইং খ্রিঃ প্রতিষ্ঠিত হয়।
আমাদের সম্পর্কে

প্রশাসনিক তথ্য

শিক্ষক ও কর্মচারী

একাডেমিক তথ্য

পরীক্ষার তথ্য

ফলাফল

গ্যালরি

অন্যান্য

- প্রতিষ্ঠানের গুগল ম্যাপ